বাসস দেশ-১৮ : নাটোরে মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা

99

বাসস দেশ-১৮
নাটোর- মাস্ক
নাটোরে মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা
নাটোর, ৫ ডিসেম্বর ২০২০ (বাসস): জেলার গুরুদাসপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার না করায় আজ ১১ ব্যক্তিকে মোট চারহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলায় দেশের অন্যতম বৃহৎ চাঁচকৈড়হাট এলাকায় দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাটে ক্রেতা ও বিক্রেতােেদর মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। অভিযানকালে মোট ১১ ব্যক্তিকে মোট চারহাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেন জানান, জনসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি জরিমানার আওতায় নিয়ে আসার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৪০/-এমকে