উজিরপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারুক

425

বরিশাল, ৪ ডিসেম্বর, ২০২০ (বাসস): পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম উজিরপুরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করছেন।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার নদীপথ দিয়ে বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
উজিরপুরের সাতলা ইউনিয়নের রাজাপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে ৪৬ কোটি টাকার প্রকল্প পরিদর্শনকালে নদীর তীর ও বাঁধে ভাঙ্গনের কথা জানতে পেরেছি। এখানে একাংশের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সাতলায় নদীর তীর ও বাঁধ মেরামত করে এলাকাবাসীকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে হবে।
এরআগে, প্রতিমন্ত্রী উজিরপুর উপজেলার পোল্ডার নং-৩ এর সাতলা-বাগধা প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।