বাসস দেশ-৩৯ : দুর্নীতি দেশের প্রত্যাশিত উন্নয়নের অন্তরায় : জি.এম.কাদের

152

বাসস দেশ-৩৯
জাপা-কাদের-মতবিনিময়
দুর্নীতি দেশের প্রত্যাশিত উন্নয়নের অন্তরায় : জি.এম.কাদের
ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, দুর্নীতি দেশের প্রত্যাশিত উন্নয়নের অন্তরায়। গেলো ত্রিশ বছরে দুর্নীতি রোধ করতে সরকার সফল হয়নি।
আজ সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে এক মতবিনিমিয় কালে তিনি এসব কথা বলেন।
এ সময় জাতীয় পাটির্র চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
জি.এম.কাদের আরো বলেন, জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন ও সুশাসন ছিল। তাই আগামী দিনে দেশের মঙ্গলময় ভবিষ্যতের জন্য জাতীয় পার্টি সরকার অনিবার্য হয়ে পড়েছে।
বাসস/সবি/এমএআর/২০২৫/-শআ