বাসস ক্রীড়া-১৫ : করোনায় স্থগিত হয়ে গেল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে

157

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-ওয়ানডে
করোনায় স্থগিত হয়ে গেল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে
কেপ টাউন, ৪ ডিসেম্বর ২০২০ (বাসস) : আজ বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে কেপ টাউন শুরু হবার কথা ছিলো দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। কিন্তু দক্ষিণ আফ্রিকা দলের একজন করোনা আক্রান্ত হওয়ায় টস হবার মাত্র এক ঘণ্টা আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি স্থগিত হয়ে গেছে।
প্রথম ওয়ানডের আগে দু’দলের সকল ক্রিকেটার ও কর্মকর্তারদের করোনা পরীক্ষা করা হয়। দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার করোনা পজিটিভ আসায় ম্যাচটি স্থগিত হয়ে যায়।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ওয়ানডের আগে বৃহস্পতিবার অনুশীলন শেষে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেখানে একজন ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। উভয় দল, দলের কর্মকর্তা এবং ম্যাচের সাথে জড়িত সকলের নিরাপত্তার জন্য রবিবার পর্যন্ত সিরিজটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড।’
দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আশা করছে, খুব শীঘ্রই সিরিজ শুরুর সিদ্বান্ত নেয়া হবে।
সূচি অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর পার্লে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আর কেপ টাউনে হবার কথা তৃতীয় এবং শেষ ওয়ানডে।
বাসস/এএমটি/১৯৫০/স্বব