বাসস বিদেশ-৮ : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলা

162

বাসস বিদেশ-৮
ফিলিপাইন-জঙ্গি হামলা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলা
ম্যানিলা, ৪ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মাগুইন্দানাও প্রদেশের একটি সামরিক শিবিরে একটি জঙ্গি দলের সন্দেহভাজন প্রায় ৫০ জন সদস্য হামলা চালিয়েছে। শুক্রবার সামরিক বাহিনী এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
ওয়েস্টার্ণ মিনডানাও কমান্ড (ওয়েস্টমিনকম)-এর সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আলারিক ডেলোস সান্টোস বলেন, বাঙ্গসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স (বিআইএফএফ)-এর যোদ্ধারা বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে দাতু পিয়াং শহরে সেনাবাহিনীর একটি শিবিরে হামলা চালায়।
তিনি জানান, প্রায় ১৫ মিনিট গুলি বিনিময়ের পর জঙ্গিরা সরে পড়ে। তবে সেখানে উভয় পক্ষের কেউ হতাহত হয়নি। মুখপাত্র আরো জানান, সামরিক বাহিনী কিছুক্ষণ পর অনুসন্ধান অভিযান চালায়।
তিনি জানান, জঙ্গিরা পালিয়ে যাওয়ার সময় একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বাসস/ অনু-জেজেড/১৯৩৭/-শআ