বাসস ক্রীড়া-৭ : জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে হালান্ড

143

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ইনজুরি
জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে হালান্ড
ডর্টমুন্ড, ৪ ডিসেম্বর ২০২০ (বাসস) : পায়ের ইনজুরির কারণে জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে চলে গেছেন বরুসিয়া ডর্টমুন্ডের তারকা স্ট্রাইকরা আর্লিং ব্রট হালান্ড। তবে ডিফেন্ডার ম্যাটস হামেলসের গোঁড়ালির ইনজুরি ততটা গুরুতর নয় বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড এবারের মৌসুমে ১৩ ম্যাচে ইতোমধ্যেই করেছেন ১৭ গোল। এর মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৬ গোল। এখনো নিজেকে শীর্ষ গোলদাতা হিসেবে বহাল রেখেছেন ইউরোপীয়ান আসরে। এদিকে ডর্টমুন্ডের কোচ লুসিয়েন ফাভরে নিশ্চিত করেছেন পায়ের পেশীতে টান পড়ায় জানুয়ারি পর্যন্ত হালান্ডকে বিশ্রামে থাকতে হবে। ফাভরে আরো বলেন, ‘বিষয়টি আমাদের হতাশ করলেও সম্প্রতি সে অনেক বেশী ম্যাচ খেলে ফেলেছে।’
ইনজুরির কারনে বুধবার ল্যাজিওর বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলের ড্র ম্যাচটিতে ছিলেন না হালান্ড। এই ড্রয়ে ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ নিশ্চিত করেছেন। আগামী মঙ্গলবার জেনিথ সেইন্ট পিটার্সবার্গের বিপক্ষে জিততে পারলে এফ-গ্রুপের শীর্ষস্থানটাও নিশ্চিত হবে।
এদিকে বুধবারের ম্যাচের শেষের দিকে ল্যাজিও গোলদাতা সিরো ইমোবিলের সাথে সংঘর্ষে গোঁড়ালিতে আঘাত পান হামেলস। প্রাথমিক ভাবে ইনজুরি গুরুতর মনে হলেও পরবর্তীতে আশার কথা শুনিয়েছেন চিকিৎসকরা। ডর্টমুন্ডের অভিজ্ঞ এই ডিফেন্ডার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি মাত্রই হাসপাতাল থেকে ফিরেছি। ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। আগামী কয়েক দিনে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আশা করছি।’
বুন্দেসলিগায় বর্তমানে চতুর্থ স্থানে থাকা ডর্টমুন্ড বর্তমানে বেশ কিছু ইনজুরি সমস্যায় ভুগছে। ল্যাজিওর বিপক্ষে দলের ১৭ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামও পেশীর ইনজুরিতে পড়েছেন।
বাসস/নীহা/১৭০৫/স্বব