বাসস দেশ-১৯ : নাটোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আবাদী জমিতে পুকুর খনন বন্ধ

95

বাসস দেশ-১৯
নাটোর-পুকুর খনন
নাটোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আবাদী জমিতে পুকুর খনন বন্ধ
নাটোর, ৪ ডিসেম্বর, ২০২০ (বাসস): জেলার সদর উপজেলার সদর উপজেলার বিলটুঙ্গি এলাকায় আজ পাঁচএকর আবাদী জমিতে পুকুর খনন কার্যক্রম বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলা বিলটুঙ্গির উত্তরপাড়া এলাকার কারাগুহাতে জনৈক হোসেন আলী তার তিন ফসলী আবাদী জমিতে পুকুর খনন করছেন- এ বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবাদী জমিতে চলমান পুকুর খনন কার্যক্রম বন্ধ করেন এবং খনন কাজে ব্যবহৃত এক্সকাভেটরের ব্যাটারী ও টুলস্ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ক) ধারা এবং দন্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৩০/-এমকে