বাসস দেশ-৩৭ : ভারতীয় হাইকমিশনারের বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন

129

বাসস দেশ-৩৭
দোরাইস্বামী- বেনাপোল-পরিদর্শন
ভারতীয় হাইকমিশনারের বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন
বেনাপোল, ৩ ডিসেম্বর, ২০২০ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল- পেট্রাপোল বন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখতেই বৃহস্পতিবার বিকালে তিনি বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরের বিভিন্ন শেড, চেকপোস্ট ইমিগ্রেশন ও বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানসল্যান্ড এলাকা পরিদর্শনে আসেন।
হাইকমিশনার দোরাইস্বামী বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান কাস্টমস, বন্দর, প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ব্যবসায়িক নেতারা।
হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এ সময় বেনাপোল কাস্টমসের কমিশনার আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার নেয়ামুল ইসলাম, বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিল, উপ-পরিচালক মামুন কবির তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল,সার্কেল এসপি জুয়েল ইমরান, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট, এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, প্রমুখ উপস্থিত ছিলেন।
দোরাইস্বামী ভারত-বাংলাদেশ গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন।
বাসস/সংবাদদাতা/২০১৭/-এমএন/আরজি