বরিশালকে আবারো হারাতে চায় খুলনা

310

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের লিগ পর্বের প্রথম দেখায় তামিম ইকবালের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছিলো সাকিব-মাহমুদুল্লাহর জেমকন খুলনা। ঐ জয়ে আত্মবিশ্বাসী খুলনা, আগামীকাল ফিরতি পর্বে আবারো বরিশালকে হারাতে চায়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। কাতারে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকায় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ ম্যাচটি শুরুর সময় ছিলো দুপুর ২টায়।
টুর্নামেন্টের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচেই বরিশালকে প্রতিপক্ষ হিসেবে পায় সাকিব-মাহমুদুল্লাহর খুলনা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান করে বরিশাল। জবাবে ১ বল বাকী রেখে ৬ উইকেটে ১৫৫ রান তুলে জয়ের স্বাদ নেয় খুলনা।
শেষদিকে আরিফুল হকের ৩৪ বলে অপরাজিত ৪৮ রান খুলনাকে মধুর জয়ের স্বাদ দেয়। এই মধুর জয় পেতে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিলো আরিফুলকে। শেষ ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিলো ২২ রানের। চারটি ছক্কা মেরে কঠিন পরীক্ষায় উর্ত্তীণ হন আরিফুল। ঐ ওভারে আক্রমনে ছিলেন বরিশালের স্পিনার মেহেদি হাসান মিরাজ।
জয় দিয়ে আসর শুরু করলেও, পরের ম্যাচে মিনিস্টার রাজশাহীর কাছে হেরে যায় খুলনা। রাজশাহীর বোলারদের নৈপুন্যে ৬ উইকেটে মাত্র ১৪৬ রান করতে পারে তারা। খুলনার রানকে টপকে ৬ উইকেটে ম্যাচ জিতে রাজশাহী।
এরপর গাজী গ্রুপ চট্টগ্রামের কাছেও ৯ উইকেটে হেরে যায় খুলনা। টানা দুই হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের দেখা পায় খুলনা। বেক্সিমকো ঢাকাকে ৩৭ রানে হারায় তারা। তাই ৪ খেলায় ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট খুলনার।
তবে প্রথম পর্বে বরিশালকে হারানোয় আত্মবিশ্বাসী খুলনা। এমনটাই জানালেন দলের সহকারী কোচ আফতাব আহমেদ। তিনি বলেন, ‘করোনা কারনে দীর্ঘদিন খেলা থেকে সকলেই দূরে ছিলো। তাই শতভাগ দেয়াটা কঠিন।’
তিনি আরও বলেন, ‘তবে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে এবং ধীরে-ধীরে নিজেদের সেরা পারফরমেন্সে ফিরছে। আমি মনে করি, চার ম্যাচ শেষে আমরা ভালো অবস্থায় ফিরেছি। আশা করছি, পরের চার ম্যাচে আমরা ভালো পারফরমেন্স করতে পারবো। প্রথম পর্বে বরিশালকে হারিয়েছিলাম আমরা। তাই কালকের ম্যাচ নিয়ে আশাবাদি।’
খুলনার কাছে হার দিয়ে এবারের আসর শুরু করে তামিমের বরিশাল। তবে জয়ের কাছে গিয়ে জয় বঞ্চিত হয় তারা। প্রথম ম্যাচ হারলেও, দ্বিতীয় ম্যাচে ঘুঁড়ে দাড়ায় বরিশাল। অধিনায়কের তামিম হাত ধরে প্রথম জয়ের স্বাদ নেয় তারা। ৫ উইকেটে মিনিস্টার রাজশাহীকে হারায় বরিশাল। ১৩৩ রানের টাগেট স্পর্শ করতে ব্যাট হাতে জ্বলে ওঠেন তামিম। ১০টি চার ও ২টি ছক্কায় ৬১ বলে অপরাজিত ৭৭ রান করেন তামিম। ফলে প্রথম জয়ের স্বাদ পেয়ে আত্মবিশ্বাসী এখন তামিমের দল।
কিন্তু পরের দু’ম্যাচ হেরে আবারো হতাশায় ডুব দেয় তামিমের বরিশাল। গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ১০ রানে ও বেক্সিমকো ঢাকার কাছে ৭ উইকেটে হারে তারা।
তবে জয়ের ধারায় ফিরতে মরিয়া তামিমের দল। দলের অধিনায়ক তামিম বলেন, ‘যদি আমরা সেরা চারে থাকতে চাই, তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের দলটি অনভিজ্ঞ। তবে এই দলের লড়াকু মনোভাব রয়েছে। তারপরও আমরা ভালো অবস্থায় নেই। আশা করি, পরের ম্যাচেই দল ঘুড়ে দাঁড়াবো।’