বাসস ক্রীড়া-১২ : ইনজুরিতে পড়া শফিউলের পরিবর্তে খুলনায় খালেদ

112

বাসস ক্রীড়া-১২
খালেদ-শফিউল
ইনজুরিতে পড়া শফিউলের পরিবর্তে খুলনায় খালেদ
ঢাকা, ৩ ডিসেম্বর,২০২০ (বাসস) : চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে ইনজুরিতে পড়া শফিউল ইসলামের বদলি হিসবে পেসার খালেদ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে জেমকন খুলনা।
পিঠের সমস্যায় ভুগতে থাকা শফিউল টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
টুর্নামেন্টে খুলনার হয়ে এ পর্যন্ত দুই ম্যাচ দুই উইকেট শিকার করেছেন শফিউল। প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে দুই উইকেট নিয়েছিলেন তিনি।
কোভিড-১৯ পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা খালেদ ছাড়পত্র পাওয়া মাত্রই দলের সঙ্গে যোগ দেবেন।
বাসস/এসএমপি/১৮৫৫/স্বব