বরগুনায় জেলা হানাদারমুক্ত দিবস পালিত

435

বরগুনা, ৩ ডিসেম্বর, ২০২০ (বাসস) : শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়ানুষ্ঠানের মাধ্যমে আজ বরগুনা জেলা হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। সাগরপাড়ি খেলাঘরের আয়োজনে দিবসটি পালন করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সাগরপাড়ি খেলাঘর আসর, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর, মুক্তিযুদ্ধ যাদুঘর ও বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমিতে বেলা ১১টায় আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহররম হোসেন। সভাপতিত্ব করেন, সাগরপাড়ি খেলাঘর আসরের সভাপতি বেবী দাস। আলোচনা করেন, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি চিত্তরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল ও খেলাঘরের সাধারণ স¤পাদক মুশফিক আরিফ।
এ উপলক্ষে আজ রাত ৯টায় বরগুনার কমিউনিটি রেডিও লোকবেতারে ভার্চুয়াল আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।