বাজিস-৯ : দিনাজপুরে কৃষকের মাঝে গো-খাদ্য বিতরণ

114

বাজিস-৯
দিনাজপুর- বিতরণ
দিনাজপুরে কৃষকের মাঝে গো-খাদ্য বিতরণ
দিনাজপুর, ৯ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলার সদর উপজেলায় গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ জন দরিদ্র কৃষকের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরে প্রাণীসম্পদ অধিদপ্তর আয়োজিত ও জাতিসংঘের খাদ্য-কৃষি সংস্থার সহযোগিতায় গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ জন দরিদ্র কৃষকদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম, সদর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা এবং জেলা ডেইরী এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ নাসিম আলী কচি।
বাসস/সংবাদদাতা/১৮১১/মরপা