বাজিস-৮ : জাতীয় শোক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি’তে শোক র‌্যালি

121

বাজিস-৮
বশেমুরবিপ্রবি-র‌্যালি
জাতীয় শোক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি’তে শোক র‌্যালি
গোপালগঞ্জ, ৯ আগস্ট, ২০১৮ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালি বের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে এ শোক র‌্যালির বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময়ে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ঈশিতা রায়, রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দারসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৮০৫/মরপা