বাসস দেশ-১৪ : কুমিল্লায় জিলানী হত্যা মামলার তদন্তভার এবার পিবিআইতে

177

বাসস দেশ-১৪
জিলানী-হত্যা-পিবিআই
কুমিল্লায় জিলানী হত্যা মামলার তদন্তভার এবার পিবিআইতে
কুমিল্লা (দক্ষিণ), ২ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জেলার শহরতলীর চৌয়ারায় সন্ত্রাসী হামলায় নিহত জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলার তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের তদন্তের প্রায় ৩ সপ্তাহ পর আজ বুধবার পিবিআই কুমিল্লাকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।
নতুন তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র আজ বাসসকে তদন্তভার বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী জিলানীর ভাই ইমরান হোসেন বাসসকে জানান, মামলা পিবিআইতে যাওয়ার খবর শুনেছি। আশাকরি, পিবিআই আসামিদের গ্রেফতারে সফল হবে।
গত ১১ নভেম্বর জিলুøর রহমান জিলানীকে তার স্ত্রীর সামনে তিনটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। জিলানী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের প্রয়াত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫২২/কেজিএ