বাজিস-১৪ : পিরোজপুরে পুলিশের ‘নো মাস্ক-নো মুভমেন্ট’ কর্মসূচি উদ্বোধন

1900

বাজিস-১৪
পিরোজপুর- মাস্ক
পিরোজপুরে পুলিশের ‘নো মাস্ক-নো মুভমেন্ট’ কর্মসূচি উদ্বোধন
পিরোজপুর, ১ ডিসেম্বর ২০২০ (বাসস) : করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে আজ জেলাব্যাপী ‘নো মাষ্ক- নো মুভমেন্ট’ কর্মসূচি শুরু হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় মিনিটে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বওে অনুষ্ঠিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহনেওয়াজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, জেলাব্যাপী আজ থেকে পুলিশের সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। মাস্ক ক্রয়ের সামর্থ নেই এমন কাউকে পাওয়া গেলে পুলিশের তরফ থেকে তাকে মাস্ক কিনে বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া সামর্থ্য আছে অথচ মাস্ক পরিধান করেননি এমন কাউকে পাওয়া গেলে তাকে মাস্ক কিনতে বাধ্য করা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮২০/এমকে