বাসস ক্রীড়া-১২ : মহিলা ফেডারেশন কাপের ফাইনালে আনসার

112

বাসস ক্রীড়া-১২
হ্যান্ডবল-ফেডারেশন কাপ-মহিলা
মহিলা ফেডারেশন কাপের ফাইনালে আনসার
ঢাকা, ১ ডিষেম্বর, ২০২০ (বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মহিলাদের ‘ওয়ালটন ফেডারেশন কাপ’ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
আজ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪০-১৭ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-০৬ গোলে এগিয়ে ছিল। আনসারের হয়ে সর্বোচ্চ ৮ টি গোল করেন নিশি । নওগাঁর হয়ে সুবর্ণা করেন ৬ টি গোল।
আগামীকাল বুধবার ২য় সেমি-ফাইনালে জামালপুর স্পোর্টস একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।
এবারের টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জামালপুর স্পোর্টস একাডেমি, তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা।
বাসস/এমএইচসি/১৭৫১/স্বব