বাজিস-১১ : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে হবিগঞ্জে মানববন্ধন

1974

বাজিস-১১
হবিগঞ্জ- মানববন্ধন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে হবিগঞ্জে মানববন্ধন
হবিগঞ্জ, ১ ডিসেম্বর ২০২০ (বাসস): আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ শীর্ষক শ্লোগান নিয়ে জেলায় আজ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয় ও বেসকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তাওহীদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/ সংবাদদাতা/১৬৪৫/এমকে