বাসস দেশ-৫ : রাত ও দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

123

বাসস দেশ-৫
আবহাওয়া-পূর্বাভাস
রাত ও দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকা, ১ ডিসেম্বর, ২০২০ (বাসস) : রাত ও দিনে তাপমাত্রা প্র্য়া অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া দেশের উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ও ঘণীভূত হয়ে প্রথমে নি¤œচাপ ও পরে গভীর নি¤œচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬ টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্বিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।
বাসস/সবি/এসএস/১৩১৫/-আসাচৌ