জয়পুহাটে টি আর প্রকল্পের আওতায় ৭শ ১৭টি প্রকল্প বাস্তবায়ন

353

জয়পুরহাট, ১ ডিসেম্বর, ২০২০ (বাসস) : গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর নগদ টাকা) নন সোলার ও সোলার কর্মসূচির আওতায় ৫ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭৬০ টাকা ব্যয়ে ৭শ ১৭টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ( টিআর নগদ টাকা) নন সোলার কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে এক কোটি ৮৩ লাখ ৮১ হাজার ৬৭০ টাকা ব্যয় সাপেক্ষে ৩শ ১৬ টি প্রকল্প এবং ২০১৯-২০ অর্থ বছরে এক কোটি ৭২ লাখ ২২ হাজার ৫৪ টাকা ব্যয় সাপেক্ষে ১৮৭টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়াও সংসদীয় আসনভিত্তিক গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর নগদ টাকা) সোলার কর্মসূচির আওতায় ২শ ১৪টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে এক কোটি ৮০ লাখ ১৪ হাজার ৩৬ টাকা বলে তিনি জানান।