বাসস বিদেশ-১০ : ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে হাজার হাজার মানুষ এলাকা ছেড়েছে

229

বাসস বিদেশ-১০
ইন্দোনেশিয়া-আগ্নেয়গিরি
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে হাজার হাজার মানুষ এলাকা ছেড়েছে
জাকার্তা, ৩০ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার দক্ষিণ প্রদেশ ইস্ট নুসা টেংগাড়ার একটি আগ্নেয়গিরি বেশ কয়েক বছর পর প্রথমবারের মতো সর্ব দক্ষিণের অগ্নুৎপাত ঘটালে হাজার হাজার মানুষ এলাকা পরিত্যাগ করেছে। দুর্যোগ সংস্থা সোমবার জানিয়েছে, আগ্নেয়গিরির মুখ থেকে উদগীরিত ধোঁয়া ও ছাইয়ের এক বিশাল স্তুপ সৃষ্টি করেছে। খবর এএফপি’র।
মাউন্ট ইলি লেওতোলক আগ্নেয়গিরিটি রোববার অগ্নুৎপাত শুরু করলে ৪ হাজার ৪০০ জনেরও বেশি বাসিন্দাকে স্থানান্তরিত করা হয়। বিমান ফ্লাইটের সতর্কতা দেয়া হয় ও একটি স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
বাসস/ অনু- জেজেড/২১৪০/-কেএমকে