বাসস ক্রীড়া-১১ : সাকিব-মাহমুদুল্লাহর খুলনার সংগ্রহ ৮ উইকেটে ১৪৬ রান

220

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-টি-টুয়েন্টি
সাকিব-মাহমুদুল্লাহর খুলনার সংগ্রহ ৮ উইকেটে ১৪৬ রান
ঢাকা, ৩০ নভেম্বর ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করেছে সাকিব-মাহমুদুল্লাহর জেমকন খুলনা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংএ নামে খুলনা।
এনামুল হক বিজয়ের সাথে ওপেনিংএ নেমে আজও সুবিধা করতে পারেননি সাকিব। ২টি চারে ৯ বলে ১১ রান করেন তিনি। এনামুল থামেন ৫ রানে। তিন নম্বরে নামা জহিরুলও ব্যর্থ হন, করেন ৪ রান।
উপরের সারির তিন ব্যাটসম্যান ব্যর্থ হলেও, মিডল-অর্ডারের তিন ব্যাটসম্যান- ইমরুল কায়েস ও আরিফুল হক ছোট-ছোট ইনিংস খেলেছেন। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বড় ইনিংস খেলার চেষ্টা করেছেন।
চতুর্থ উইকেটে ইমরুলকে নিয়ে ৫৬ ও পঞ্চম উইকেট আরিফুলের সাথে দলকে ৩৫ রান এনে দেন মাহমুদুল্লাহ। ইমরুল ২৭ বলে ২৯, আরিফুল ১১ বলে ১৯ রান করেন। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ৪৭ বলে ৪৫ রান। তার ইনিংসে ৩টি চার ছিলো।
শেষ দিকে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছেন শুভাগত হোম। ১টি চার ও ১টি ছক্কায় ৫ বলে অপরাজিত ১৫ রান করেন শুভাগত। ঢাকার পেসার রুবেল হোসেন ২৮ রানে ৩ উইকেট নেন। শফিকুল ইসলাম ২টি নেন।
সংক্ষিপ্ত স্কোর :
জেমকন খুলনা : ১৪৬/৮, ২০ ওভার (মাহমুদুল্লাহ ৪৫, ইমরুল ২৯, রুবেল ৩/২৮)।
বাসস/এএমটি/২১০০/স্বব/এবিএইচ