বাসস বিদেশ-১১ : ইন্দোনেশিয়ার লুম্বকে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

177

বাসস বিদেশ-১১
ইন্দোনেশিয়া-ভূমিকম্প-লম্বক
ইন্দোনেশিয়ার লুম্বকে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
মাতারাম(ইন্দোনেশিয়া), ৯ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার ভূমিকম্প পরবর্তী শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। চারদিন আগে শক্তিশালী এক ভূমিকম্পে ১ শ’ ৬০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা জানায়, নতুন এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে।
ইন্দোনেশিয়ার প্রাকৃতিক দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপা পুউরো নাগরোহ বালেন, রোববারের ভূমিকম্পের পর এ পর্যন্ত প্রায় ৩ শ’ ৫৫ টি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।
রোববার ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এতে কমপক্ষে ১ শ’ ৬৪ জনের প্রাণহানি এবং ১৪ শ’ লোক আহত হয়। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজারের বেশি লোক।
বাসস/এসই/১৬০৫/জুনা