এক সপ্তাহের মধ্যে ক্রিকেটে ফিরতে পারেন সাইফউদ্দিন

580

ঢাকা, ৩০ নভেম্বর, ২০২০ (বাসস) : এক সপ্তাহের মধ্যে গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে পারেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
রাজশাহীর ফিজিও খাদেমুল ইসলাম শাওন বলেন, অলরাউন্ডার সাইফউদ্দিনের অগ্রগতি সন্তোষজনক এবং বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের মধ্যভাগ থেকেই দলের সাথে যোগ দিতে পারেন তিনি।
শাওন আজ বলেন, ‘তিনি এখন পুনর্বাসনে আছেন এবং তার অগ্রগতি সন্তোষজনক। আমরা আশা করি, বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের মধ্যভাগ থেকেই খেলা শুরু করবেন সাইফউদ্দিন।’
টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েন সাইফউদ্দিন।
এরপর বাঁ-পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় একটি ক্রাচের উপর ভর করে মাঠ ছাড়তে দেখা গেছে এই অলরাউন্ডারকে।
ইতোমধ্যে সাইফউদ্দিনকে ছাড়া তিন ম্যাচ খেলেছে রাজশাহী। জিতেছে দু‘টিতে।