বাজিস-১৩ : হবিগঞ্জে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

1099

বাজিস-১৩
হবিগঞ্জ-জরিমানা
হবিগঞ্জে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
হবিগঞ্জ, ৩০ নভেম্বর ২০২০ (বাসস): জেলার মাধবপুর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে একটি হাসপাতাল ও অপর একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো. রেজা ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা জানান, তিতাশ শিশু হাসপাতালের এক্সরে রুমের দরজায় লেডশীট ব্যবহার না করা, যথাযথ কাগজপত্র আপডেট না থাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি করা, সেলাইয়ের কাজে একজনের ব্যবহৃত সুতা আরেকজনের কাজে ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলারক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০০০/এমকে