বাসস দেশ-২৯ : এসপিসিপিডি’র সভায় ‘ডমেস্টিক ভায়োলেন্স এক্ট ২০১০ সংশোধন নিয়ে আলোচনা

165

বাসস দেশ-২৯
স্পিকার – এসপিসিপিডি
এসপিসিপিডি’র সভায় ‘ডমেস্টিক ভায়োলেন্স এক্ট ২০১০ সংশোধন নিয়ে আলোচনা
ঢাকা, ৩০ নভেম্বর, ২০২০ (বাসস) : এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত বাল্যবিয়ে ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ সাবকমিটির সভায় ‘ডমেস্টিক ভায়োলেন্স এক্ট ২০১০ সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আজ মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপির সভাপতিত্বে সংসদ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবকমিটির সদস্য শিরীন আখতার , আরমা দত্ত ও আবিদা আনজুম মিতা যোগ দেন।
সভায় এসপিসিডি প্রকল্পের আওতায় গঠিত ‘ল রিভিউ কমিটি’ ‘ডমেস্টিক ভায়োলেন্স এক্ট ২০১০ বিশদভাবে পর্যালোচনা করে আজকের সভা থেকে প্রাপ্ত সুপারিশসমূহ অন্তর্ভুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ‘ল রিভিউ কমিটি’ থেকে প্রতিবেদন প্রাপ্তির পর বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ সাবকমিটি মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে পরামর্শ সভা করে আইনটি সংশোধনের উদ্যোগ গ্রহণ করবে বলে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাাহর পরিচালনায় সভায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯৩০/-এবিএইচ