ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা

1092

ঢাকা, ৩০ নভেম্বর, ২০২০ (বাসস) : ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আগামী ৮ ডিসেম্বর রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৭ ডিসেম্বর রাত ১২টা।
আজ এক তথ্য বিবরনীতে বলা হয়, প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় বিজয়ীর জন্য পুরস্কার থাকছে ১টি করে ল্যাপটপ। ৪র্থ থেকে ১২ তম বিজয়ীগণ পাবেন স্মার্ট ফোন।
প্রতিযোগিতার বিষয় ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে quiz.digitalbangladesh.gov.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ পালন করা হবে।