নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হামলায় ১১০ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

329

আবুজা, ৩০ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সপ্তাহের শেষ দিকে ভয়াবহ হামলায় কমপক্ষে ১১০ জন নিহত হওয়ার ঘটনায় বোকোহারাম জিহাদি গ্রুপকে দায়ী করা হয়েছে। দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মানবাধিকার সমন্বয়ক রোববার একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
প্রাথমিকভাবে ওই বর্বর হামলায় ৪৩ জনের নিহত হওয়ার কথা বলা হলেও পরে কমপক্ষে ৭০ জনের মৃত্যুর কথা জানানোর পর এক বিবৃতিতে এডওয়ার্ড ক্যালন বলেন, এ ঘটনায় ‘অন্ততপক্ষে ১১০ জন বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয় এবং আরো অনেকে আহত হয়েছে।’
নাইজেরিয়ার মাইদুগুরি নগরীর কাছে কোশবি গ্রামে শনিবার এ হত্যাযজ্ঞ চালানো হয়।