বাজিস-৫ : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতিসভা

1228

বাজিস-৫
বিজয় দিবস-প্রস্তুতিসভা
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতিসভা
মেহেরপুর, ৩০ নভেম্বর, ২০২০ (বাসস) : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজলো চেয়াররম্যান এম এ খালেক, শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ।
মহান বিজয় দিবস ও জাতীয় দিবস পালনে ১৫ ডিসেম্বর থেকে সড়কের দু’পাশে সজ্জিতকরণ, বিভিন্ন বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা। ১৬ ডিসেম্বও ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু। পতাকা উত্তোলন, স্বাস্থ্যবিধি মেনে পুষ্পমাল্য অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আলোচনা, স্বাস্থ্যবিধি মেনে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, এতিমখানা-জেলখানা-হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। মহামারি করোনাভাইরাসের কারনে সীমিত পরিসরে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩১১/কেজিএ