বিএনপি এখন পরগাছা রাজনৈতিক দল : নৌমন্ত্রী

180

মাদারীপুর, ৯ আগস্ট, ২০১৮ (বাসস) : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি এখন একটি পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশে বিভিন্ন সময় অন্যদের আন্দোলনে প্রবেশ করে তাতে তারা (বিএনপি) শুধু উস্কানি দেয়। ছাত্রদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মোবাইল ফোনে যে ষড়যন্ত্র করেছেন, তা আজ প্রমাণিত হয়েছে।’
তিনি আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা পরিষদ হল রুমে জেলা পরিষদের উদ্যোগে ২২৮ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ ৭ হাজার টাকা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
শাজাহান খান বলেন, হেফাজতের আন্দোলন থেকে শুরু করে, কোটা আন্দোলন, এমনকি বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা নিয়ে বিএনপি শেখ হাসিনার সরকার পতনের চেষ্টা চালাচ্ছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনই বাস্তবায়ন হবে না।
নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ‘ওই দলটি বিভিন্ন ইস্যু নিয়ে মিথ্যাচার করে। হেফাজতের আন্দোলনে তারা বলেছিল শেখ হাসিনা সরকার ২ হাজার মানুষকে মেরে ফেলেছে। যা শুধুই মিথ্যাচার ছিল। দেশে সব আন্দোলনের ঘটনায় লন্ডনে বসে তারেক রহমান এসব ষড়যন্ত্রের নেতৃত্ব দেন। এমনকি অর্থেরও জোগান দেন।’
বাংলাদেশে স্বাধীনতা বিরোধীরা কেউ যেন আর না দাঁড়াতে পারে এ বিষয়ে সবাইকে সর্তক থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান শাজাহান খান।
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।