বাজিস-১২ : নাটোরে অবৈধভাবে পাখি বিক্রির দায়ে অর্থদন্ড

172

বাজিস-১২
নাটোর-পাখি উদ্ধার
নাটোরে অবৈধভাবে পাখি বিক্রির দায়ে অর্থদন্ড
নাটোর, ২৯ নভেম্বর, ২০২০ (বাসস) : জেলায় আজ সদর উপজেলার তেবাড়িয়াহাট থেকে অবৈধভাবে পাখি বিক্রয়ের সময় নাসিম উদ্দিন (১৮) নামে একব্যক্তিকে দুইহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে ছয়টি টিয়া পাখি এবং একটি মুনিয়া পাখি উদ্ধার করা হয়।
দন্ডিত নাসিম উদ্দিন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার হোসেন আলীর পুত্র।
আজ রোববার দুপুর দ্ইুটার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. রনী খাতুন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।
পরে আজ দুপুর আড়াইটায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ কালেক্টরেট ভবন চত্বরে উদ্ধারকৃত এসব পাখি অবমুক্ত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৩৮(১) ধারানুযায়ী এই দন্ড প্রদান করা হয়েছে। জীব বৈচিত্র্য রক্ষা করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অভিযানকালে সহকারী বন সংরক্ষক মেহেদী-উজ-জামানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০৪০/-এমকে