বাসস ক্রীড়া-১৩ : মহিলা ফেডারেশন কাপের দ্বিতীয় দিনে জয় পেয়েছে জামালপুর নওগাঁ ও পুলিশ

161

বাসস ক্রীড়া-১৩
হ্যান্ডবল-ফেডারেশন কাপ-মহিলা
মহিলা ফেডারেশন কাপের দ্বিতীয় দিনে জয় পেয়েছে জামালপুর নওগাঁ ও পুলিশ
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২০ (বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মহিলা ‘বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায়’ আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুরআলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়লাভ করেছে যথাক্রমে জামালপুর স্পোর্টস একাডেমি, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।
দিনের প্রথম ম্যাচে জামালপুর স্পোর্টস একাডেমি ৩৩-২৭ গোলে তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-১৪ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় ম্যাচে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৮-০৭ গোলে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩২-০৮ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
এবারের টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, জামালপুর স্পোর্টস একাডেমি, তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা।
বাসস/এমএইচসি/১৯৪৫/স্বব