ফিলিপসের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

297

মাউন্ট মঙ্গানুইয়ে, ২৯ নভেম্বর, ২০২০ (বাসস) : গ্লেন ফিলিপসের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭২ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের টি-টুয়েন্টি জয় নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। দেশের পক্ষে এই ফরম্যাটের দ্রুত সেঞ্চুরি করে ৫১ বলে ১০৮ রান করেন ফিলিপস। তাই ম্যাচ সেরাও হন এক টেস্ট ও ১৩টি টি-টুয়েন্টি খেলা ফিলিপস।
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজে টিকে থাকার লক্ষ্যে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে শুরুটা ভালো হলেও, ৫৩ রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই ওপেনার বিদায় নেন। মার্টিন গাপটিল ২৩ বলে ৩৪ ও উইকেটরক্ষক টিম সেইফার্ট ১৩ বলে ১৮ রান করেন।
এরপর বিধ্বংসী রুপে শাসন করে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের শাসন করেন ডেভন কনওয়ে ও ফিলিপস। তৃতীয় উইকেটে ৮৫ বলে ১৮৪ রানের জুটি গড়েন তারা। নিউজিল্যান্ডের পক্ষে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কনওয়ে-ফিলিপস। ২০১৬ সালে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ১৭১ রান করেছিলেন গাপটিল ও নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
ফিলিপসের সাথে জুটিতে ৩৪ বলে ৬৪ রান অবদান ছিলো কনওয়ের। তার ইনিংসে ৪টি করে চার-ছক্কা ছিলো।
৪৬ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন ফিলিপস। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এটি। আগেরটি করেছিলেন কলিন মুনরোর। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ভেন্যুতেই ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়ে ১৯তম ওভারের পঞ্চম বলে আউট হন ফিলিপস। তাকে শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। ১০টি চার ও ৮টি ছক্কায় নিজের ইনিংস সাজান ফিলিপস।
কনওয়ে-ফিলিপসের ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। দলীয় সংগ্রহে এটি তৃতীয় সর্বোচ্চ রান কিউইদের। সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১৮ সালে এই ভেন্যুতে ৫ উইকেটে ২৪৩ রান করেছিলো কিউইরা।
এ ম্যাচে শেষ ১০ ওভারে ১৫৪ রান পায় নিউজিল্যান্ড। এই ফরম্যাটে শেষ ১০ ওভারে যা তৃতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রান হচ্ছে শ্রীলংকার। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শেষ ১০ ওভারে ১৫৯ রান করেছিলো লংকানরা।
২৩৯ রানের বিশাল টার্গেটে যুতসই জবাব দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের বোলারদের নৈপুন্যে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি, বড় ইনিংসও খেলতে পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৬ রান পর্যন্ত যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন পোলার্ড। ১৫ বল খেলে ৪টি ছক্কা হাকান তিনি। এছাড়া কিমো পল অপরাজিত ২৬ ও শিমরোন হেটমায়ার ২৫ রান করেন। নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।
একই ভেন্যুতে আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।