বাসস দেশ-১৬ : পরিবেশ ছাড়পত্র না থাকায় চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

98

বাসস দেশ-১৬
অভিযান-জরিমানা
পরিবেশ ছাড়পত্র না থাকায় চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০২০ (বাসস): পরিবেশগত ছাড়পত্র না থাকা, শর্তভঙ্গ ও পাহাড় কর্তনের দায়ে চট্টগ্রামের তিনটি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ রোববার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, পরিবেশগত ছাড়পত্র না থাকা, শর্তভঙ্গ ও পাহাড় কর্তন করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারা ৭ আলোকে এসব জরিমানা করা হয়।
মোয়াজ্জেম হোসাইন বলেন,পাহাড় কর্তনের দায়ে বান্দরবানের লামা এলাকার গাজী রাবার প্রসেসিং প্লান্টকে ৪ লাখ টাকা, ছাড়পত্র না থাকা ও শর্তভঙ্গের দায়ে সীতাকুন্ডের নফ রোলিং মিলস লিমিটেডকে ৪ লাখ টাকা এবং চকরিয়ার মেসার্স কনিকা ইঞ্জিনিয়ারিংকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মোয়াজ্জেম হোসাইন।
বাসস/জিই/কেএস/এমএমবি/১৮৪০/-কেকে