বাজিস-১১ : নীলফামারীতে গোদ রোগ নিয়ন্ত্রণে সভা অনুষ্ঠিত

150

বাজিস-১১
নীলফামারী-গোদ রোগ
নীলফামারীতে গোদ রোগ নিয়ন্ত্রণে সভা অনুষ্ঠিত
নীলফামারী, ২৯ নভেম্বর, ২০২০ (বাসস): জেলা সদরে আজ ‘উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল হাসানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা পরিবার পরিল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম রব্বানী, কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশীদ প্রমুখ।
নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে নীলফামারী সদর উপজেলায় গোদ রোগ নির্মূল কর্মসূচির অর্জন ও বর্তমান চিত্র উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) আসমাউল ইসলাম।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মি, গণমাধ্যম কর্মিসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৮৩৫/-এমকে