জয়পুরহাটে সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

231

জয়পুরহাট, ২৯ নভেম্বর, ২০২০ (বাসস): জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ সম্পন্ন করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু ওই ম্যুরালের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় বলেন, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের পাশাপাশি একটি মিনি পার্ক স্থাপন করা হয়েছে। যেখানে ব্যয় করা হয়েছে প্রায় ১৩ লাখ টাকা। উপজেলা পরিষদে ঢুকতে প্রথমেই চোখে পড়বে বঙ্গবন্ধুর ম্যুরাল। । সঙ্গে মিনি পার্ক থাকায় বিভিন্ন এলাকার শিশুসহ অভিভাবকরা আসছেন এটি দেখার জন্য।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, সরকারের নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।