বাজিস-২ : যশোর আইনজীবী সমিতি নির্বাচনে ১০টি পদে মহাজোট প্যানেলের প্রার্থীরা জয়ী

173

বাজিস-২
যশোর-আইনজীবী সমিতির নির্বাচন
যশোর আইনজীবী সমিতি নির্বাচনে ১০টি পদে মহাজোট প্যানেলের প্রার্থীরা জয়ী
যশোর, ২৯ নভেম্বর, ২০২০ (বাসস) : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সেক্রেটারিসহ ১০টি পদে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে বিএনপিপন্থী প্রার্থীদের ভরাডুবি হয়েছে। সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের মাত্র দু’জন প্রার্থী জয়ী হয়েছেন। শনিবার সমিতির ১নং ভবন মিলনায়তনে আটটি বুথে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলে।মোট ৪শ’৭৪ জন ভোটারের মধ্যে ৪শ’৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন মহাজোটের প্যানেলের প্রার্থী,বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির শুধুমাত্র সভাপতি পদের প্রার্থীসহ মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইসমত হাসার ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন।
জেলা আইনজীবী সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী কাজী ফরিদুল ইসলাম ১৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।সেক্রেটারি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন মহাজোটের প্যানেলের প্রার্থী শাহানুর আলম শাহীন ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।এছাড়া মহাজোটের প্যানেল থেকে সহ-সভাপতি পদে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও জিএম আবু মুসা, যুগ্ন সম্পাদক পদে আবুল কায়েস, সহকার ীসম্পাদক পদে জাহিদুল ইসলাম সুইট ও নাসির উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে রেজাউর রহমান,আব্দুল্লাহ আল মাসুদ, আরিফ শাহরিয়ার ও নব কুমার কুন্ডু বিজয়ী হয়েছেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেল থেকে গ্রন্থাগার সম্পাদক পদে নুরুজ্জামান খান এবং কার্যনির্বাহী সদস্য পদে সেলিম রেজা জয়ী হয়েছেন।
বাসস/সংবাদদাতা/১০৪৫/নূসী