বাসস ক্রীড়া-৮ : হ্যাট্টিক জয়ে চোখ রাজশাহীর; প্রথম জয়ের স্বাদ চায় বরিশাল

175

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বঙ্গবন্ধু টি-টুয়েন্টি
হ্যাট্টিক জয়ে চোখ রাজশাহীর; প্রথম জয়ের স্বাদ চায় বরিশাল
ঢাকা, ২৭ নভেম্বর ২০২০ (বাসস) : টানা দুই জয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পয়েন্ট টেবিলের শীর্ষে মিনিস্টার রাজশাহী। এবার তাদের লক্ষ্য হ্যাট্টিক জয়ের স্বাদ পাওয়া। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে রাজশাহী। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। নিজেদের প্রথম ম্যাচে জয়ে কাছে গিয়েও শেষ পর্যন্ত হেরেছে বরিশাল। তাই আসরে প্রথম জয়ের স্বাদ পেতে চায় তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয়েছিলো রাজশাহী। মেহেদি হাসানের দুর্দান্ত ব্যাটিংএ ৯ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহই পায় তারা। সাত নম্বরে নামা মেহেদি ৩২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫০ রান করেন।
জবাবে শেষদিকে মুক্তার আলীর ঝড়ো ব্যাটিংএ জয়ের কাছে পৌছে গিয়েছিলো ঢাকা। ১৯তম ওভারে তিনটি ছক্কা মেরে জয়ের সমীকরন ৯ রানে নামিয়ে আনেন মুক্তার। কিন্তু শেষ ওভারে মেহেদির বুদ্ধিদীপ্ত বোলিংএর সামনে প্রয়োজনীয় ৯ রান তুলতে পারেননি তিনি। ঐ ওভার থেকে মাত্র ৬ রান পায় ঢাকা। ফলে ২ রানে জয় পায় রাজশাহী।
প্রথম জয়ের পর আত্মবিশ্বাসী থাকে রাজশাহীর খেলোয়াড়রা। পরের ম্যাচে জেমকন খুলনাকে সহজেই হারায় রাজশাহী। খুলনার ছুঁড়ে দেয়া ১৪৭ রানের টার্গেট ১৬ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৪ বলে ৫৫ ও মোহাম্মদ আশরাফুল অপরাজিত ২৫ ও রনি তালুকদার ২৬ রান করেন। ৬ উইকেটে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে রাজশাহী।
তাই হ্যাট্টিক জয়ের লক্ষ্য রাজশাহীর। তেমনটাই বললেন রাজশাহীর স্পিনার আরাফাত সানি, ‘যেহেতু দুইটা ম্যাচ জিতেছি, পরের ম্যাচে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে জয় পাওয়ার। আমাদের জায়গা থেকে নিজ নিজ সেক্টরে সেরাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।’
জয় দিয়ে টুর্নামেন্টের শুরুটা করতে পারতো তামিম ইকবালের বরিশাল। কিন্তু দুভার্গ্য সঙ্গী ছিলো তামিমের দলের। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান করে বরিশাল। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের মুখে পড়ে খুলনা। শেষ ওভারে ২২ রান প্রয়োজন পড়ে খুলনার। এতে জয় দেখছিলো বরিশাল।
শেষ ওভারে চার ছক্কা মেরে বরিশালকে জয় বঞ্চিত করেন আরিফুল হক। ২টি চার ও ৪টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৪৮ রান করেন খুলনার আরিফুল।
জয়ের কাছে গিয়ে তরী ডুবায় হতাশ বরিশাল। তবে পরের ম্যাচে ঘুড়ে দাড়ায় বরিশাল। প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া বরিশাল।
বাসস/এএমটি/১৯১০/স্বব