বাসস ক্রীড়া-৭ : গুগলে সার্চ দিলেই তার খেলা পাওয়া যাবে, ম্যারাডোনাকে নয় : মরিনহো

167

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ম্যারাডোনা- মরিনহো
গুগলে সার্চ দিলেই তার খেলা পাওয়া যাবে, ম্যারাডোনাকে নয় : মরিনহো
লন্ডন, ২৭ নভেম্বর ২০২০ (বাসস/এএফপি) : পরপারে পাড়ি জমানো আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনর প্রতি শ্রদ্ধা জানিয়ে টটেনহ্যাম হটস্পার্সের কোচ হোসে মরিনহো বলেছেন, তিনি ছিলেন ‘বিশাল হৃদয়ের অধিকারী।’ যে কোন পরাজয়ের পর তিনি ফোন করতেন বলেও জানান এই কোচ।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার মৃত্যুবরণ করেন বিশ^কাপ জয়ী ফুটবল তারকা ম্যারাডোনা। বিটি স্পোর্টসকে মরিনহো বলেন, ‘আজ আমি ছেলেদের কাছে তার গল্প করেছি। সেই সময়ের কথা বলেছি যখন আমরা একত্রে সময় কাটিয়েছি। যা দারুনভাবে মিস করছি।
আমি সব সময় ম্যাচ হারের পর তার ফোন পেতাম। অবশ্য জয়ের পর কখনো পাইনি। তিনি জানতেন জয়ের পর তার ফোনের প্রয়োজন পড়বেনা। তিনি জানতেন কঠিন সময়েই তার প্রয়োজন পড়বে। এবং তিনি সে জন্য সাড়া দিতেন। পরাজিত হবার পর ফোন করে আমাকে বলতেন ‘ ম, ভুলে যেওনা যে তুমিই সেরা।’ আমি সব সময় তার কাছ থেকে এমন আচরনই পেতাম। আমি তাকে মিস করছি। ’
স্পার্স বস বলেন, যারা ম্যারাডোনার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন তারাই কেবল পার্থক্য গড়তে পাড়বে একজন ফুটবলার ও একজন মানুষের মধ্যে। তিনি বলেন,‘ সেখানে ম্যারডোনা ছিল এবং দিয়েগো ছিল। ম্যারাডোনা প্রসঙ্গে আমার কিছু বলার প্রয়োজন নেই, কারণ গোটা বিশ^ তাকে জানে এবং কখনো ভুলবে না।
তবে দিয়েগো ভিন্ন কিছু। যারা তার ঘনিষ্ঠ বন্ধু, যারা তার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন, সহকর্মী তারাই এখানে অগ্রাধিকার পাবে। আমি বলতে চাই তিনি ছিলেন আমার ভাল একজন বন্ধু। তবে তার সঙ্গে আমার যোগাযোগ হতো টেলিফোনে। অবশ্য আমরা একাধিকবার সাক্ষাৎ ও করেছি।’
মরিনহো বলেন, তিনি ম্যারাডোনার উদার জীবনের চেয়ে বড় চরিত্রটি মিস করবেন। বলেন,‘ তিনি ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী। আর ওই ব্যক্তিটিকেই আমি মিস করব। তার ফুটবল আমরা সব সময় খুঁজে পাব। গুগলে সার্স দিলেই আমরা দেখতে পাব। কিন্তু দিয়েগোকে পাব না। কখনো না।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮৩৬/স্বব