বাসস ক্রীড়া-১৬ : আট মাস পর আন্তর্জাতিক অঙ্গনে নামছে নিউজিল্যান্ড

121

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-টি-টুয়েন্টি
আট মাস পর আন্তর্জাতিক অঙ্গনে নামছে নিউজিল্যান্ড
অকল্যান্ড, ২৬ নভেম্বর ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে গেল আট মাস ২২ গজে নামতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে কিউইরাও। আগামীকাল থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে লড়বে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ১৩ মার্চ খেলেছিলো নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো কিউইরা। করোনার কারনে রুদ্ধদার স্টেডিয়াম ও কড়া স্বাস্থ্য প্রটোকলে সিডনিতে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলো নিউজিল্যান্ড। ৭১ রানে ঐ ম্যাচটি হারে তারা। এরপর বিশ্বজুড়ে করোনা প্রার্দুভাব বেড়ে যাওয়ায়, সিরিজ শেষ না করেই দেশে ফিরে নিউজিল্যান্ড।
ঐ ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি নিউজিল্যান্ডকে। তবে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছিলেন নিউজিল্যান্ডের বেশ কিছু খেলোয়াড়। এরমধ্যে উল্লেখযোগ্য পারফরমেন্স ছিলো বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৫ ম্যাচে ২৫ উইকেট নেন বোল্ট। তবে টি-টুয়েন্টি দলে সুযোগ হয়নি তার। অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে বিশ্রামে আছেন বোল্ট। দলকে নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি।
তবে দলে আছেন মার্টিন গাপটিল-রস টেইলরের মত অভিজ্ঞ ব্যাটসম্যানরা। সাথে থাকছেন আইপিএল খেলা লুকি ফার্গুসন। আইপিএলের শেষ দিকে খেলার সুযোগ পেয়ে নিজের সেরাটা দিয়েছেন তিনি। ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ফার্গুসন।
তবে বোল্ট-উইলিয়ামসনকে ছাড়া সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি সাউদি। তিনি বলেন, ‘উইলিয়ামসন-বোল্টের মত অভিজ্ঞরা নেই। তবে যারা আছে, তাতে দল ভারসাম্যপূর্ণ। এই দল নিয়ে সিরিজ জয় সম্ভব। তবে টি-টুয়েন্টিতে সেরা দল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জিততে সেরাটা খেলতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে রেকর্ড মোটেও ভালো নয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। ১৩ ম্যাচে ৩টিতে জিতেছে ক্যারিবীয়রা। নিউজিল্যান্ডের মাটিতে একটি জয় ওয়েস্ট ইন্ডিজের। সেটি ২০০৮ সালে। ম্যাচটি টাই হয়েছিলো। সুপার ওভারে জয় পায় ক্যারিবীয়রা। ঐ ম্যাচের আগেরটিও টাই করে দু’দল। ২০০৬ সালের সফরে একমাত্র টি-টুয়েন্টি টাই হয়। পরে বোল-আউটে জয় পায় নিউজিল্যান্ড।
তাই নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় জয়ের সন্ধানে ওয়েস্ট ইন্ডিজ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের লক্ষ্য, র‌্যাংকিংএ উন্নতি। বর্তমানে র‌্যাংকিংএ নয় নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই সিরিজ জিততে চান পোলার্ড, ‘নিউজিল্যান্ডের মাটিতে আমাদের রেকর্ড ভালো না। ১২ বছর হয়ে গেল, জয়হীন। এবার জিততে চাই। শুধুমাত্র ম্যাচই নয়, সিরিজ জিততে চাই। কারণ র‌্যাংকিংএ উন্নতি করতে হবে আমাদের।’
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), হামিশ বেনেট, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাইফার্ট (উইকেটকিপার) ও রস টেইলর।
ওয়েস্ট ইন্ডিজ দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালন, ডোয়াইন ব্রাভো, শেল্ডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, কাইলি মায়ারস, রোভম্যান পাওয়েল, কেমো পল, ওসানা থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস।
বাসস/এএমটি/১৯১৫/স্বব