বাজিস-৯ : বান্দরবানে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার

117

বাজিস-৯
বান্দরবান- সেমিনার
বান্দরবানে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার
বান্দরবান, ২৬ নভেম্বর ২০২০ (বাসস): জেলা সদরে আজ ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
পেশল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ¤্রাে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদ্দিত্য মুৎসুদ্দি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৮৫৭/এমকে