বাজিস-৮ : নড়াইলের কালিয়ায় ধানবীজ বিতরণ শুরু

110

বাজিস-৮
নড়াইল- ধানবীজ
নড়াইলের কালিয়ায় ধানবীজ বিতরণ শুরু
নড়াইল, ২৬ নভেম্বর, ২০২০ (বাসস): জেলার কালিয়া উপজেলায় আজ থেকে পাঁচহাজার কৃষককের মাঝে এসএলএইড হাইব্রীড ধানের বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নড়াইল- ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
অনুষ্ঠানে নড়াইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক দীপক কুমার রায়, কালিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষদের মাঝে জনপ্রতি দুইকেজি হারে এসএলএইডসহ চারপ্রকারের হাইব্রীড ধানের বীজ করা হয় হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায় ক্রমে পাঁচহাজার কৃষকের মাঝে এসব ধানবীজ বিতরণ করা হবে।
বাসস/সংবাদদাতা/১৮৩৯/এমকে