ম্যারাডোনাকে শ্রদ্ধা বাংলাদেশের ক্রিকেটারদের

282

ঢাকা, ২৬ নভেম্বর ২০২০ (বাসস) : হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মারা যাওয়া কিংবদন্তি ফুটবলার ৬০ বছর বয়সী দিয়াগো ম্যারডোনার মৃত্যুতে সারা বিশ্বের মত হতবাক বাংলাদেশের ক্রিকেটাররাও।
ম্যারডোনাকে বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড় হিসেবে অ্যাখায়িত করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন করেছেন ক্রিকেটাররা।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার চেয়ে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না।’
ম্যারাডোনাকে সামনে দেখার ইচ্ছা ছিলো মাশরাফির। কিন্তু কিংবদন্তির মৃত্যুতে ম্যাশের সেই আশা আর পূরণ হবে না। তেমনই বললেন মাশরাফি, ‘ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে, যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ-পায়ের আঁকা নিখুদ গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার, দিয়াগো আরমান্দো ম্যারাডোনা।’
ম্যারাডোনা খেলাটির আইকন ছিলেন বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেন, ‘এমন কিছু খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে উঠেন। দিয়াগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই না। খেলার মাঠে তিনি সব সময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তার মত কিংবদন্তি খেলোয়াড় ছিলো বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, দিয়াগো।’
ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে মুশফিক জানান, ম্যারাডোনা প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেন, ‘এক কিংবদন্তি যিনি প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন। শান্তিতে থাকুন দিয়াগো ম্যারাডোনা।’