বাসস ক্রীড়া-৪ : ১০ জনের ইন্টার মিলানকে পরাজিত করে শেষ ১৬’র দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ

96

বাসস ক্রীড়া-৪
ফুটবল-চ্যাম্পিয়ন্স লিগ
১০ জনের ইন্টার মিলানকে পরাজিত করে শেষ ১৬’র দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ
মিলান, ২৬ নভেম্বর, ২০২০ (বাসস) : ১০ জনের ইন্টার মিলানকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। এই জয়টিকে রিয়াল বস জিনেদিন জিদান এই মৌসুমের সেরা পারফরমেন্স হিসেবে বিবেচনা করছেন। একইসাথে রিয়ালের কাছে টানা দ্বিতীয় পরাজয়ে ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া গ্রুপ-বি’র তলানির দল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিদায় প্রায় নিশ্চিতই বলা যায়।
সান সিরোতে ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি স্পট থেকে রিয়ালকে এগিয়ে দেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড। ৫৯ মিনিটে আর্চার হাকিমির আত্মঘাতি গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়। ইনজুরির কারনে কাল স্প্যানিশ জায়ান্টদের হয়ে মাঠে ছিলেন না অধিনায়ক সার্জিও রামোস ও ফরাসি তারকা করিম বেনজেমা। কিন্তু তারপরেও দলের গুরুত্বপূর্ণ এই দুই সদস্যকে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়ে কোন ভুল করেনি গ্যালাকটিকোরা।
ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘অনেকেই প্রায়ই বলে থাকে সার্জিও রামোসকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ জয় অসম্ভভ। আজ ছেলেরা সেটা ভুল প্রমান করেছে।’
ইন্টার কোচ এন্টোনিও কন্টে স্বীকার করেছেন প্রায় ঘন্টাখানেক সময় একজন কম নিয়ে খেলে তার দলের পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব হয়নি। কন্টে বলেন, ‘মাত্র ৩০ মিনিটেই একজন খেলোয়াড় কম হয়ে যাওয়ায় সেখানেই মূলত ম্যাচটি শেষ হয়ে গিয়েছিল।’
চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদালকে ডি বক্সের মধ্যে চার্জ করেন লুকা মড্রিচ। ফাউলের বিপরীতের ভিডাল পেনাল্টির আবেদন করলেও তা নাকচ করে দেন রেফারি। উল্টো রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় দ্বিতীয় হলুদ কার্ডের কারনে মাঠ ত্যাগে বাধ্য হন ভিডাল। এর আগে নাচোকে ফাউলের অপরাধে প্রাপ্ত পেনাল্টি থেকে হ্যাজার্ড শেষ পর্যন্ত মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ক্যারিয়ারে প্রথম গোল করার কৃতিত্ব দেখান। ৫৯ মিনিটে বদলী বেঞ্চ থেকে উঠে আসা রডরিগো হাকিমিকে বাধ্য করেন সাবেক ক্লাবের বিপক্ষে তার নিজ জালে বল জড়াতে।
জিদান বলেন, ‘আমি জানি এটাই মৌসুমে আমাদের সবচেয়ে পরিপূর্ণ ম্যাচ কিনা। কিন্তু এটুকু বলা যায় শুরু থেকে শেষ পর্যন্ত আমরাই এগিয়ে ছিলাম। আমরা জানি যে এই তিনটি পয়েন্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
এই জয়ে রেকর্ড ১৩বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ-বি’র দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এক পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখ। দিনের শুরুতে মনচেনগ্ল্যাডবাখ ইউক্রেনিয়ার চ্যাম্পিয়ন্স শাখতার দোনেস্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারা ধরে রেখেছে। জিদানের দল প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছিল। শাখতারের কাছে পরাজিত হবার পর গ্ল্যাডবাখের সাথে ড্র করে জিদান শিষ্যরা। কিন্তু এরপরপই ঘরের মাঠে ইন্টারকে ৩-২ গোলে পরাজিত করে জয়ের ধারা ফিরে।
ইন্টার বস কন্টে বলেছেন, ‘আমি মনে করি রিয়াল ও আমাদের মধ্যে পার্থক্যটা আমি দেখে ফেলেছি। এই পরাজয়ে হতাশ হয়ে থাকলে চলবে না। এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে। এজন্য অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই পর্যায়ে এসে নিজেদের খুঁজে পেতে আমরা মুখিয়ে আছি।’
যদিও গ্রুপ পর্ব থেকে টানা তৃতীয়বারের মত ইন্টারের বিদায়ের ঘন্টা ইতোমধ্যেই বেজে গেছে। ইন্টার গোলরক্ষক ও অধিনায়ক সামির হানডানোভিচ এই উপলব্ধি থেকেই আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘এই পরিস্থিতিটা বেশ কঠিন। কিন্তু তারপরেও আশা সবসময়ই থাকে।’
ম্যাচ শুরুর আগে ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। ফ্রান্স বিশ^কাপ জয়ী দলের সাবেক অধিনায়ক ৪৮ বছর বয়সী জিদান বলেছেন, ‘১৯৮৬ সালের বিশ^কাপটা আমার অন্তরে গেঁথে রয়েছে। ম্যারাডোনার মৃত্যু শুধুমাত্র ফুটবলেই নয় সার্বিকভাবে পুরো বিশে^র জন্য একটি অপূরনীয় ক্ষতি। তার মৃত্যুতে পুরো বিশ^ আজ শোকাহত। আমরাও বিশেষ করে তার পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। আমার বলার কোন ভাষা নেই। এই খবরে আমরা খুবই মর্মাহত।’
ইতালি জাতীয় দলের সাবেক খেলোয়াড় ৫১ বছর বয়সী কন্টে বলেন, ‘আমরা সবাই এই ধরনের একজন ব্যক্তিত্বের মৃত্যুতে চোখের পানি ফেলেছি। যে কিনা ফুটবলকে হঠাৎ করেই ইতিহাসে পরিনত করেছেন। ফুটবল যতদিন থাকবে ম্যারাডোনাও থাকবেন।’
বাসস/নীহা/১৫১০/স্বব