বাসস দেশ-৩ : ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

113

বাসস দেশ-৩
ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২০ (বাসস): সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়াগো আরমান্ডো ম্যারাডোনা। তিনি তার ফুটবল জাদুতে বিশ্বের কোটি কোটি দর্শককে মোহাবিষ্ট করে রাখতেন। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও ম্যারোডোনার লক্ষ লক্ষ ভক্ত ও সমর্থক রয়েছে উল্লেখ করে খালিদ বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ম্যারাডোনার অকাল মৃত্যু বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণী ক্ষতি। তিনি তার নিপুণ ক্রীড়াশৈলীর জন্য বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
দিয়াগো ম্যারাডোনা (৬০) বুধবার আর্জেন্টিনার তিগ্রেতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বাসস/সবি/কেসি/১২১৫/-আসাচৌ