মার্কিন নির্বাচন বিষয়ে সমর্থকদের ঘুরে দাঁড়াতে বললেন বেপরোয়া ট্রাম্প

231

ওয়াশিংটন, ২৬ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার সমর্থকদের বলেছেন, মার্কিন নির্বাচনের ফলাফল উল্টে দিতে তাদেকে অবশ্যই কাজ করতে হবে।
তিনি দাবি করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় নিশ্চিত করতে এ নির্বাচনে ‘জালিয়াতি’ করা হয়েছে। খবর এএফপি’র।
পেনসিলভানিয়ার রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে টেলিফোনে ট্রাম্প বলেন, ‘নির্বাচনের বিষয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ এ নির্বাচনে বিশাল ব্যবধানে বাইডেনের জয়লাভের তিন সপ্তাহেরও বেশি সময় পর ট্রাম্প তার সমর্থকদের প্রতি এমন আহ্বান জানালেন।
ট্রাম্প বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘এ নির্বাচন জালিয়াতিপূর্ণ ছিল।
এদিকে যুক্তিহীন এসব ষড়যন্তের অভিযোগ নিয়ে দেশের আদালতে গেলে বিচারক সেগুলো নাকচ করে দেন।