বাসস দেশ-১ : করোনায় জেলা রেজিস্ট্রারের মৃত্যুতে আইন মন্ত্রীর শোক

134

বাসস দেশ-১
আনিসুল-শোক-রেজিস্ট্রার
করোনায় জেলা রেজিস্ট্রারের মৃত্যুতে আইন মন্ত্রীর শোক
ঢাকা, ২৬ নভেম্বর ২০২০ (বাসস) : জেলা রেজিস্ট্রার সামসুজ্জামান সরদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
তিনি বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শোকা বার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সামসুজ্জামান সরদারের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। এছাড়া পৃথক শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন।
সর্বশেষ কক্সবাজারের চকোরিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রার পদে কর্মরত থাকাকালীন তাকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি দিয়ে সুনামগঞ্জে পদায়ন করা হয়। কিন্তু অসুস্থতার কারণে তিনি সেখানে যোগদান করতে পারেননি। তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
সামসুজ্জামান সরদার ১৯৬৩ সালের ১৫ মে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।
তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/পিআর/ডিএ/১১২০/-আসাচৌ