বাসস দেশ-৩৭ : রাজধানীর খিলক্ষেত থেকে হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেফতার

126

বাসস দেশ-৩৭
হিযবুত তাহরীর সদস্য-গ্রেফতার
রাজধানীর খিলক্ষেত থেকে হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেফতার
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২০ (বাসস) : রাজধানীর খিলক্ষেত থানাধীন মধ্যপাড়া এলাকা থেকে হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃতের নাম সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সার।
তার কাছ থেকে ১টি সিপিইউ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, এটিইউ’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতারকৃত ওই ব্যক্তি রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইনভিত্তিক বিভিন্ন কর্মকান্ড করে আসছিল।
গত ১৮ নভেম্বর এন্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে রাজধানীর দক্ষিণখান থেকে হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তাদের সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ঢাকা ও গাজীপুর দক্ষিণ এলাকায় দায়িত্বপ্রাপ্ত আল মাহমুদের প্রধান সহযোগী সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সারকে এন্টি টেররিজম ইউনিট গ্রেফতার করতে সক্ষম হয়।
বাসস/সবি/এমএমবি/১৯৪২/এএএ