বাসস ক্রীড়া-১৪ : লন্ডন গেমসের তিন ভারোত্তোলককে অযোগ্য ঘোষণা করল আইওসি

102

বাসস ক্রীড়া-১৪
অলিম্পিক-ভারোত্তোলন-ডোপিং
লন্ডন গেমসের তিন ভারোত্তোলককে অযোগ্য ঘোষণা করল আইওসি
লুসানে ২৫ নভেম্বর ২০২০ (বাসস/এএফপি) : দুই পদকধারীসহ ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশ নেয়া রোমানিয়ার তিন ভারোত্তোলককে অযোগ্য ঘোষণা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রতিযোগিতা চলাকালে ডোপিং টেস্টে জন্য তাদের দেয়া ইউরিন নমুনা পরীক্ষায় নিষিদ্ধ ঘোষিত উপাদান পাওয়ায় এই ঘোষনা দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
অযোগ্য ঘোষিত ভারোত্তোলকরা হলেন পুরুষদের ৬৯ কেজি ওজন শ্রোনীতে ব্রোঞ্জ পদক বিজয়ী রাজভান মার্টিন, মহিলা বিভাগের একই ওজন শ্রেনীতে রৌপ্য পদক বিজয়ী রোক্সানা ককোস ও পুরুষদের ৮৫ কেজি ওজন শ্রেনীতে অংশ নেয়া গ্যাব্রিয়েল সিনক্রায়ান।
পুন: নমুনা পরীক্ষায় এই সব নিষিদ্ধ ঘোষিত উপদানের অস্থিত্ব পাওয়ার পর আজ তাদের অযোগ্য ঘোষান করে আইওসি।
বাসস/এএফপি/এমএইচসি/১৯২৯/স্বব