আগামী বছর ঘরের মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত : গাঙ্গুলী

158

নয়া দিল্লি, ২৫ নভেম্বর ২০২০ (বাসস) : আগামী বছরের শুরুর দিকে ঘরের মাটিতেই ইংল্যান্ডের সিরিজ খেলবে ভারত। বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান, ভারত-ইংল্যান্ড সিরিজে ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-টুয়েন্টি ম্যাচ হবে।
করোনার কারনে চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করে বিসিসিআই। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও দেশের মরুর দেশে হবার গুঞ্জন উঠেছিলো। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দেশের মাটিতে হবে স্পষ্ট জানিয়ে দিলেন গাঙ্গুলী।
ভারতীয় সংবাদ মাধ্যমকে গাঙ্গুলী বলেন, ‘কোভিড-১৯এর দ্বিতীয় ঢেউ সমস্যা সৃষ্টির করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে ভারত-ইংল্যান্ড সিরিজটি দেশের মাটিতেই হবে। এজন্য বেশ সর্তকতার সাথে সিরিজটি আয়োজন করতে হবে। সিরিজে ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ভারত-ইংল্যান্ড। আহমেদাবাদে দিবা-রাত্রির টেস্ট নিয়ে এখনো কোন সিদ্বান্ত হয়নি।’
ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। ইংল্যান্ডের সাথে আলোচনা করে খুব শীঘ্রই তা ঘোষনা করা হবে বলে জানিয়েছেন গাঙ্গুলী।