মিরপুর বাউনিয়াবাদ বস্তির আগুন নিয়ন্ত্রণে

327

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২০ (বাসস) : রাজধানীর মিরপুর কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদ সি ব্লকের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো: আনিছুর রহমান আজ বুধবার সকালে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২ টা ১০ মিনিটে মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের বস্তিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে মিরপুর, তেজগাঁও, কুর্মিটোলা ও টঙ্গী থেকে ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে। রাত ৩ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি ভাবে নির্বাপন করা হয়েছে।
এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আনিছুর রহমান আরও জানান,অগ্নিকান্ডে বস্তির ছোট বড় মোট ৪৩টি ঘর ও ১৩টি বিভিন্ন ধরনের দোকান পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমান এবং আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
বৈদু্তকি গোলযোগ,গ্যাস সংযোগ কিংবা সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে এই বস্তিতে আগুন লেগেছিল।